প্রতিটি পূজামণ্ডপ থেকে বিসর্জন পর্যন্ত টহল ও নজরদারিতে থাকবে : র‍্যাব

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দির পরিদর্শন করেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার।

তিনি এ সময় বলেন, “আমরা এসেছি এজন্য কমিটির লোকজন খুশি হয়েছেন। আমরা চাই সবাই যেন সুষ্ঠুভাবে এই উৎসব উদযাপন করতে পারেন। এজন্য র‍্যাব কাজ করছে। প্রতিটি পূজামণ্ডপ থেকে বিসর্জন পর্যন্ত টহল ও নজরদারিতে থাকবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সবার সহযোগিতা কামনা করছি।”

মন্দির পরিদর্শনে জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি শংকর কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *