অগ্রগামী সংঘের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের সামাজিক সংগঠন অগ্রগামী সংঘের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ধনাকুন্ডা এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ। এই কর্মসূচির আওতায় ১০০০ সুপারী গাছের চারা রোপন করে সংগঠনটি।

এসময় যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, ৫ আগষ্টের পর দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ বিনির্মানে নানা উদ্যোগ গ্রহন করেছেন, তার এই আহবানে সাড়া দিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সামাজিক সংগঠনগুলো নানা সামাজিক কাজের উদ্যোগ গ্রহন করছে। আজকেও অগ্রগামী সংঘ সেটাই করেছে। এসময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন।

এসময় মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজউদ্দিন মন্তু, সিদ্ধিরগঞ্জের সাবেক ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন খোকন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, সদস্য শহীদুল ইসলাম, আরমান হোসেন, বাদশা মিয়া, সংগঠনের আহবায়ক শফিকুল ইসলাম দিদার, যুবদলনেতা সজল, সহ স্থানীয় মুরুব্বি, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ এবং গনমান্য ব্যক্তিরাও বৃক্ষরোপনের এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও মাদক সন্ত্রাসসহ যেকোন অরাজকতা প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *