ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থল চাষাড়া শহীদ মিনারে ভিন্নধর্মী সামাজিক উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। শহীদ মিনারের দেয়ালে টানানো হয়েছে নানান শিক্ষণীয় বার্তা সম্বলিত লিফলেট, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। এ উদ্যোগটির মূল উদ্যোক্তা ছাত্রদল নেতা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী ফারহান।
লিফলেটগুলোতে বিশেষভাবে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরা হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে— “মাদক একটি সামাজিক ব্যাধি”। ছাত্রদল নেতাদের মতে, একজন তরুণ মাদকের কবলে পড়লে শুধু তার জীবন নয়, তার পরিবার ও পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদককে না বলার মাধ্যমে তরুণ প্রজন্মকে রক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া লিফলেটে স্থান পেয়েছে ধর্মীয় ও নৈতিক শিক্ষা। কুরআনের বাণী— “তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো” (সুরা বাকারা: ৮৩)— নাগরিক জীবনে ভদ্রতা ও সৌজন্যের গুরুত্ব তুলে ধরছে। পাশাপাশি শেখ সাদীর বাণী— “সহ সঙ্গে স্বর্গবাস, অসহ সঙ্গে সর্বনাশ”— তরুণদের সৎ বন্ধু বেছে নিতে উৎসাহ দিচ্ছে।
নিজের উদ্যোগ সম্পর্কে মেহেদী ফারহান বলেন, “আমরা শুধু রাজনীতি করি না, সামাজিক দায়িত্বও পালন করি। একটি সুন্দর সমাজ গড়তে হলে সংস্কৃতিগত পরিবর্তন আনতে হবে। এই লিফলেটগুলোর প্রতিটি শিক্ষা তরুণদের জীবন গঠনে সহায়ক হবে।”
স্থানীয়দের মতে, ছাত্রদলের এই কর্মসূচি কেবল রাজনৈতিক প্রচারণা নয়, বরং সামাজিক দায়িত্ব পালনের এক অনন্য উদাহরণ। তারা মনে করছেন, এ ধরনের কার্যক্রম তরুণ সমাজকে সচেতন করতে কার্যকর ভূমিকা রাখবে।