ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫-এ ব্যাপক অনিয়ম ও প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ধরেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এস. আলম রাজীব। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক বিশ্লেষণমূলক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে দলীয় অবস্থান ও করণীয় তুলে ধরেন।
তিনি দাবি করেন, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সরকার দলীয় ছাত্র সংগঠনের অনুকূলে ফলাফল নিশ্চিত করতে ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিং’-এর আশ্রয় নেওয়া হয়েছে। একই ধরণের অভিযোগ উঠে এসেছে আজ অনুষ্ঠিত জাকসু নির্বাচন নিয়েও।
এস. আলম রাজীব বলেন, “এই কারচুপির নির্বাচন আমাদের জন্য একটি সতর্কবার্তা। এখন প্রয়োজন ঘুরে দাঁড়ানো, ঐক্যবদ্ধ থাকা এবং আগামী দিনে বড় কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুতি নেওয়া।”
তিনি দুঃখ প্রকাশ করেন, কিছু বিএনপি কর্মী হতাশা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃত্বের প্রতি দোষারোপ করছেন, যা দলীয় ঐক্যের পরিপন্থী। রাজীব দলের সব স্তরের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে রাজীব বলেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই বিএনপি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়ন করবে।”
তিনি অনলাইন ও মাঠ পর্যায়ে বিএনপির বিরুদ্ধে চলমান প্রোপাগান্ডার জবাবে জনসম্পৃক্ততা ও জনকল্যাণমূলক কর্মসূচির উপর জোর দেন।
শেষে তিনি বলেন, “জনগণ আমাদের শক্তি, ঐক্যই হউক আমাদের হাতিয়ার।”