ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
ঢাকায় শিল্পপতি মডেল মাসুদের বিএনপি যোগদান অনুষ্ঠানে অনেকটা ভাব গম্ভীর্যের মধ্যে ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু ইউসুফ আলী খান টিপু, এমনকি ওই অনুষ্ঠানে মডেল মাসুদের ফুল গ্রহণে অস্বীকৃতি জানাতে দেখা গেছে বিএনপি নেতা টিপুকে। কিন্তু তার পুরো উল্টো চিত্র দেখা গেছে শিল্পপতি প্রাইম বাবুলের ক্ষেত্রে,, পূজা মন্ডপে অনুদান অনুষ্ঠানে প্রাইম বাবুলের ক্ষেত্রে প্রাণ চাঞ্চল্য দেখা গেছে টিপু ও সাখাওয়াতের মধ্যে,, মহানগর বিএনপির এই দুই নেতার দুই শিল্পপতির ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণে নানা প্রশ্নের জন্ম দিয়েছে, বিএনপি তৃণমূল কর্মীদের মধ্যে সম্প্রতি শিল্পপতিদের সাথে বিএনপির এই দুই নেতার সখ্যতা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে ব্যাপকভাবে প্রচারণা পাচ্ছে যে, শিল্পপতিরা অতীতে বিএনপিতে নারায়ণগঞ্জে নানা অবদান রেখেছে। তবে শিল্পপতিদের সেই অবদান সম্পর্কে সুস্পষ্ট কোন ধারনা পায়নি তৃণমূল কর্মীরা,, বিভিন্ন স্থানে প্রশ্ন উঠেছে নির্যাতিত, নিপীড়িত জেল জুলুম খাটা তৃণমূল কর্মীদের ফোকাস করে জেলার বেশ কয়েক শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দে কয়েকজন শিল্পপতিদের কাছ থেকে অতীতে মোটা অংকের ডোনেশন নিয়েছেন।
অভিযোগ উঠেছে, সেই ডোনেশনের ৯০ ভাগই পৌঁছায়নি তৃণমূল কর্মীদের ঘরে, যার দরুন এই মুহূর্তে শিল্পপতিরা যদি বিএনপিতে তাদের অতীতের অবদানের হিসাবের ফর্দা সুস্পষ্টভাবে সবার সামনে তুলে ধরেন তাহলে হয়তো প্রকাশ পেয়ে যাবে অবদান বা ডোনেশনের বিভিন্ন অংশের বেশিরভাগই লোপাট হয়ে গেছে। এতে তৃণমূল কর্মীরা পরিচয় পেয়ে যাবে, যে নেতাদের তারা সৎ ও নীতিবান বলে ধরে নিয়ে গত কয়েক যুগ ধরে তাদের পিছনে রাজনৈতিক কর্মসূচি পালন করে যাচ্ছেন তাদের প্রকৃত চরিত্র।
বিশেষ করে সম্প্রতি দুটি অনুষ্ঠানে মডেল মাসুদের বিএনপিতে যোগদান অনুষ্ঠান ও প্রাইম বাবুলের পূজা মন্ডপে অনুদানের অনুষ্ঠান। এই দুই অনুষ্ঠানে
শিল্পপতি মডেল মাসুদের ক্ষেত্রে দুই বিএনপি নেতার নানা অনীহা ও প্রাইম আবুলে প্রবল আগ্রহ বিএনপির রাজনীতিতে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে।বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, অতীতে বিএনপিতে কোথায় কিভাবে কখন কার কথা বলে কোন কোন নেতৃবৃন্দ শিল্পপতিদের কাছ থেকে অবদান বা ডোনেশন টাকা নিয়েছে ব্যবসায়ী হিসেবে তার হিসাব তারা রেখে দিয়েছে, সে হিসাব সামনে আসলেই বের হয়ে আসবে ধান্দাবাজ কয়েকজন নেতৃবৃন্দের মুখোশ, যারা অতীতে তৃণমূল কর্মীদের দুর্দশার কথা তুলে ধরে তাদের সহায়তার কথা বলে শিল্পপতিদের কাছ থেকে ভাগিয়ে নিয়েছে মোটা অংকের আর্থিক অনুদান,
বিএনপিতে অবদান রাখা শিল্পপতিদের মাধ্যমে অতীতে তৃণমূল কর্মীদের জন্য দেয়া সেই অনুদানের ফর্দা প্রকাশে অপেক্ষায় রয়েছে জেলার তৃণমূল বিএনপি নেতা কর্মীরা। বিএনপি নেতারা যদি সেই ফর্দা প্রকাশ না করে হয়তো শিল্পপতিদের কাছ থেকে বের হয়ে আসবে অতীতে কিভাবে কখন কার নামে নেতৃবৃন্দরা তৃণমূল কর্মীর দুঃখ দুর্দশা ফেস করে শিল্পপতিদের কাছ থেকে ভাগিয়ে নিয়েছে মোটা অংকের ডোনেশন। জেলা তৃণমূল কর্মীরা এখন অপেক্ষায় আছে, শিল্পপতিরা বিভিন্ন সময় অতীতে বিএনপিতে কি অবদান রেখেছেন তার একটি সুস্পষ্ট দালিলিক প্রমাণ অচিরেই প্রকাশ করবেন সংশ্লিষ্টরা।