গোপনে সহযোগিতা করতে হয়, ঘোষণা দিয়ে নয়: বিএনপি নেতা আশা

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট


সহযোগিতা করতে হয় গোপনে, ঘোষণা দিয়ে নয়। আমরা কি ভিখারি? পূজার অনুদান ঘোষণার মাধ্যমে দেওয়া আসলে আমাদের হিন্দু ভাইদের ছোট করার শামিল। এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আবুল কাউসার আশা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের বন্দর ঘাট পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এই বক্তব্য দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য তারা বাবা আবুল কালামসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

আবুল কাউসার আশা বলেন, অনেকে পূজা মণ্ডপে এসে ১০ হাজার, ২০ হাজার টাকা অনুদান ঘোষণা দিয়ে দেন। কিন্তু আমার প্রশ্ন হলো, কেউ কি ভিখারি? আমার হিন্দু ভাই-বোনেরা কি ভিক্ষা করতে পূজা করেন? না, তারা তাদের ধর্মীয় উৎসব পালন করেন। তাই যদি কারও পাশে দাঁড়াতে চান, গোপনে দাঁড়ান, গোপনে সহযোগিতা করুন। ঘোষণা দিয়ে অনুদান দেওয়া মানে তাদের ছোট করা।

তিনি আরও বলেন, আজ যারা ঘোষণা দিয়ে অনুদান দিচ্ছেন, তারা কালকে আর মাঠে থাকবেন না। কিন্তু আমরা তো এই হিন্দু ভাই-বোনদের নিয়েই একসঙ্গে থাকি, থাকবও। তাই অনুদানের নামে তাদের হেয় করবেন না। আমি নিজেও গোপনে উপহার দিয়ে, সহযোগিতা করে তাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।

সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই এক পরিবার। ধর্মীয় উৎসবগুলো সবার মিলনমেলায় রূপান্তরিত হোক, এটাই আমাদের কামনা।

তার এই বক্তব্যে পূজা মণ্ডপের উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষরা করতালির মাধ্যমে সমর্থন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *