ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সার্বিক পরিচালনায় শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে মিছিলসহকারে বিসর্জনস্থলে এসে মিলিত হয় ভক্ত-ভক্তারা। ধর্মীয় উৎসবকে ঘিরে সারাব্যাপী ছিল উৎসবের আবহ ও সম্প্রীতির বার্তা।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান। তিনি স্থানীয় পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য সবাইকে অভিনন্দন জানান।
সমাপনী আলোচনা সভায় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব।
এস. আলম রাজীব বলেন, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে দুর্গোৎসব এবং বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নবনিযুক্ত পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এই কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও ধর্মীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ উৎসবকে আরও বর্ণিল করে তোলে। বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।