সোনারগাঁ প্রতিনিধিঃসজীব হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিন চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন মসলন্দপুর গ্রামের মামুন ও স্বপন এবং বিশ্নাদী গ্রামের রফিকুল। এসময় তাদের সঙ্গে থাকা আরেক সহযোগী বকুল পালিয়ে যেতে সক্ষম হয় বলে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, রাতে তারা ট্রান্সফরমারের তার কেটে খুলে নেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে আটক করে। পরে তিনজনকে স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ করে ঘটনাটি নিশ্চিত হন।
এলাকাবাসীরা জানান, আটককৃত চোরদের সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের ধারণা,তারা সংঘবদ্ধ চক্রের সদস্য এবং এর আগেও এলাকাজুড়ে বিদ্যুৎ সরঞ্জাম চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।