ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহীদ আবরার ফাহাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সরকারি কদম রসুল কলেজ শাখা ছাত্রদল। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা আবরার ফাহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার কারণেই এক মেধাবী ও আদর্শবান শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তারা আবরারের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বক্তারা আরও বলেন, আবরার ফাহাদ আজ দেশের ছাত্রসমাজের কাছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে আছেন। তার আদর্শ, দেশপ্রেম ও সাহসিকতা তরুণ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগাবে।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে শহীদ আবরার ফাহাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতাকর্মীরা তার আদর্শ বাস্তবায়নে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।