বন্দরে ডেভিল হান্ট অভিযানে আ’লীগ ও যুবলীগ ২ নেতা গ্রেপ্তার

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট : 

বন্দর প্রতিনিধি: বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে বন্দরে ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মাসুদ (৫০) ও যুবলীগ নেতা বাপ্পি (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

পুলিশ বলছে ‘অপরেশন ডেভিল হান্ট’ অভিযান চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।

গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা মাসুদ বন্দর থানার দড়িসোনাকান্দা এলাকার মৃত বসির মিয়ার ছেলে ও অপর ধৃত যুবলীগ নেতা বাপ্পি নবীগঞ্জ এলাকার মাজহারুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃত আ’লীগ নেতা মাসুদকে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় ও যুবলীগ নেতা বাপ্পিকে ৩(১১)২৪নং মামলায় শনিবার (১৩ সেপ্টম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (১২ সেপ্টম্বর) রাতে বন্দর থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ’লীগ ও যুবলীগ নেতাদের সাথে যোগসাজসে ধৃত আ’লীগ নেতা মাসুদ সন্ত্রাসী হামলা চালায়। অপরদিকে বন্দর শাহীমসজিদ বৈষম্যবিরেধী আন্দোলনরত ছাত্রদের পানি খাওয়ানোর অপরাধে আ’লীগ সন্ত্রাসীদের সাথে যুবলীগ নেতা বাপ্পি একটি গ্যারেজে সন্ত্রাসী হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *