ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
মানবতার সেবায় নিবেদিত সংগঠন বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ পরিবারের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৯ম তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প।
১৭ অক্টোবর শুক্রবার দিনব্যাপী এই ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয় ফতুল্লার চৌধুরী বাড়ি পারিবারিক মিলায়তনে।
সকাল থেকেই এলাকাবাসীর ব্যাপক সাড়া ও অংশগ্রহণে মুখর ছিল ক্যাম্পিং স্থানটি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে ১,০০০ জনেরও বেশি মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি সংগঠনের মানবসেবামূলক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ ফারাবী। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবীরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করেন।
এছাড়া, কর্মসূচিতে সহযোগিতা প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং প্রবাসে অবস্থানরত বন্ধন পরিবারের সদস্যরা। প্রবাসী সদস্যরা আর্থিক সহায়তা প্রদান করে এই মানবিক উদ্যোগকে আরও শক্তিশালী করেছেন।
ক্যাম্প শেষে সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ ফারাবী বলেন,
“আমরা ইতিমধ্যেই দেশের ৬৪ জেলায় সংগঠনের কার্যক্রম পরিচালনা করছি। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। জরুরি রক্তের প্রয়োজনে যখন একজন মানুষ মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকে, তখনই বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা মানবতার সেবায় এগিয়ে আসে।”
বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ পরিবার জানায়, এটি ছিল তাদের ৯ম তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় ও রক্তপ্রয়োজনে থাকা মানুষের পাশে কাজ করছে এবং ভবিষ্যতেও এই মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
উপস্থিত স্বেচ্ছাসেবীরা বলেন,রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো সবচেয়ে বড় ইবাদত ও মানবতার সেবা। সমাজে এই বার্তা ছড়িয়ে দিতে বন্ধন পরিবারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”