ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
আজ শুক্রবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সম্মুখে মিরপুরের আনোয়ার ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের জন্য আজীবন আয়ের দ্বিগুণ ক্ষতিপূরণ ও দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক আন্দোলন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়কারী ও শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিক নেতা অঞ্জন দাস।
সভায় উপস্থিত ছিলেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, বাংলাদেশ ট্রাস্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি এফ এম আবু সাঈদ, গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল আল মামুন, শ্রমিক নেতা জেসমিন আক্তার, মো. রবিন, সবুজ মৃধা, রনি শেখসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, মিরপুরে আনোয়ার ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১৯ জন শ্রমিকের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়—এটি ধারাবাহিক কাঠামোগত হত্যাকাণ্ড। এর জন্য যেমন গার্মেন্টসের মালিক দায়ী, তেমনি দায়ী সরকার ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোও।”
তারা অবিলম্বে গার্মেন্টসের মালিক ও দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা, নিহতদের পরিবারকে আজীবন আয়ের দ্বিগুণ ক্ষতিপূরণ প্রদান এবং আহত শ্রমিকদের আজীবন উন্নত চিকিৎসা সরকারি খরচে নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া, বক্তারা তাজরীন, সেজান জুস, স্পেকট্রাম ট্র্যাজেডিসহ অতীতের সকল শ্রমিক হত্যার বিচারের দাবি এবং দেশের শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।