সোনারগাঁয়ে মোহাম্মদীয়া মাদ্রাসায় ইয়ানবী সানির নিজস্ব অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ

সোনারগাঁ প্রতিনিধি: সজীব হোসেন


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মোহাম্মদীয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ইয়ানবী সানির নিজস্ব অর্থায়নে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ফাহিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মা’মুর জামে মসজিদের কোষাধ্যক্ষ আলহাজ্ব ফারুকুল ইসলাম।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ সিদ্দিকুর রহমান, শাইখ আবু তাহের মাদানি, এবং মাদ্রাসার কার্যনির্বাহী সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে শিক্ষা বিস্তারে এমন উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। নিম্নআয়ের পরিবারের অনেক শিক্ষার্থী বই-খাতা বা ব্যাগ কিনতে না পারলেও এই সহযোগিতা তাদের পড়ালেখায় নতুন উদ্যম জোগাবে।

শিক্ষা উপকরণ পেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিফা খাতুন জানায়,আজকে নতুন ব্যাগ ও খাতা পেয়ে খুব ভালো লাগছে। আমি নিয়মিত পড়াশোনা করব।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও আয়োজকরা শিক্ষার্থীদের হাতে একে একে শিক্ষা উপকরণ তুলে দেন। স্থানীয় অভিভাবকরা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবানরা যদি ইয়ানবী সানির মতো এগিয়ে আসে, তাহলে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরাও সুশিক্ষায় আলোকিত হতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *