শহরজুড়ে বাবুলের গণসংযোগ

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুপুর ৩টা ৩০ মিনিটে শহরের মন্ডলপাড়া পুল এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কর্মসূচিটি।
নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির অন্যতম নেতা আবু জাফর আহমেদ বাবুল এই গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর প্রচারণা চলাকালীন মুহূর্তে তার সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের। তিনি বাবুলের দলীয় অবস্থান ও গণসংযোগ প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে ৫ আসনের ভোটারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
গণসংযোগ চলাকালে শত শত নেতা-কর্মী বাবুলের সঙ্গে অংশ নেন। তারা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট তুলে দেন। অংশগ্রহণকারীদের হাতে দেখা যায় বাবুলের মনোনয়ন প্রত্যাশার প্ল্যাকার্ড ও ব্যানার।
পথিমধ্যে বাবুরাইল এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে আবু জাফর বাবুলকে উষ্ণ অভ্যর্থনা জানান। বরণকারীদের মধ্যে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা সাব্বির আহমেদ শহীদ,সদর থানা যুবদলের সদস্য সিকদার বাপ্পী চিস্তী,যুবদল নেতা মাসুদ খান পরশ,
এ ছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর বাবুলের নেতৃত্বে একটি মিছিল বাবুরাইল বেপারীপাড়া, দেওভোগ, ভুইয়ারবাগসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ চালায়। কর্মসূচি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষও নেতাকর্মীদের প্রতি সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করে।
বাবুল বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই দেশের মানুষের মুক্তি ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা। আমরা মানুষের কাছে তা পৌঁছে দিচ্ছি এবং জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছি।
এদিনের এ কর্মসূচিকে ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *