২১ সেপ্টেম্বর রাতভর টানা বর্ষণে পুরো নারায়ণগঞ্জ নগরী যেন জলাবদ্ধ এক শহরে রূপ নিয়েছে। দিনের বেলা থেমে থেমে বৃষ্টি হলেও রাতে একটানা ভারি বর্ষণে নগরীর প্রধান সড়ক ও গলিপথে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। এর ফলে সকাল থেকে অফিসগামী মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের ভোগান্তি সীমাহীন হয়ে পড়ে।