ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
একের পর এক ব্যক্তিগত অর্থায়ণে উন্নয়ণমূলক কর্মকান্ড করে নারায়ণগঞ্জে এক অনন্য ও ব্যতিক্রমধর্মী ইতিহাস সৃষ্টি করেছেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।যেখানেই সমস্যা ও জনদুর্ভোগ,
সেখানেই ছুটে যাচ্ছেন তিনি ও তার তার সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ।
জানা গেছে,বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগ পিওনবাড়ি এলাকার বাসিন্দা মরহুম আতাবর রহমানের ২ ছেলে ও ১ মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী এবং অসহায়। তারা ভাঙ্গা একটি টিনের ঘরে দীর্ঘদিন যাবৎ বাস করে আসছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিশেষ করে ঝড় বৃষ্টির দিনে অনেক কষ্ট হতো পরিবারটির। দএ হৃদয়বিদারক ঘটনা জানতে পেরে ব্যক্তিগত অর্থায়ণে (২টি বেড রুম,১টি ওয়াশরুম ও ১টি বারান্দাবিশিষ্ট) পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন মাকসুদ হোসেন।
নির্মাণ কাজ সম্পন্ন হবার পর (১২ সেপ্টেম্বর)শুক্রবার বাদ আসর দোয়ার মাধ্যমে উক্ত পাকা ঘরের উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। যেখানে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ উপস্থিত থেকে ফিতা কেটে উক্ত ঘরের চাবি অসহায় পরিবারের হাতে হস্তান্তর করেন। এসময় উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও যুবসমাজ সহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।