ফজরের নামাজে বেরিয়ে আর ফেরেনি কিশোর বায়েজিদ

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় গ্রামে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়ে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ কিশোরের নাম মো: বায়েজিদ, বয়স আনুমানিক ১৪ বছর। তিনি মো: আল আমীনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আজ রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) ভোরে ফজরের নামাজ আদায় করতে বাসা থেকে বের হয় বায়েজিদ। প্রতিদিনের মতোই সে নামাজ পড়তে স্থানীয় মসজিদে যায়। কিন্তু নামাজ শেষে সে আর বাসায় ফিরে আসেনি।

নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং পরিচিতদের বাড়িতে খোঁজ নেওয়া শুরু করেন। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও বায়েজিদের কোনো সন্ধান মেলেনি।

বায়েজিদের বাবা মো: আল আমীন জানান, “আমার ছেলে কখনো এভাবে বাড়ির বাইরে থাকে না। নামাজের জন্য বের হয়ে সে আর ফেরেনি, আমরা খুবই চিন্তিত। যদি কেউ আমার ছেলেকে দেখে থাকেন বা কোনো খবর পেয়ে থাকেন, আমাদের জানালে চিরকৃতজ্ঞ থাকব।”

নিখোঁজ বায়েজিদের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহায়তা চাওয়া হয়েছে।

যদি কেউ বায়েজিদের সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে

পরিবারের সদস্যরা জানান, ইতোমধ্যে তারা স্থানীয় থানাকেও বিষয়টি অবহিত করেছেন। এদিকে, গ্রামের মানুষজনও ঘটনায় উদ্বিগ্ন। একটি শিক্ষার্থী এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যেও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

যোগাযোগ:
01955-477828
01798-896510

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *