রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া রূপগঞ্জের হাটাবো পারটেক্স সুগার মাঠে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে হাজারো নারী, তরুণী ও বৃদ্ধাদের নিয়ে এক উঠান বৈঠকে অংশ নেন। বৈঠকে “নারী শক্তি, গণতন্ত্রের অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে নারীরা গ্যাস সংকট, পানি সমস্যা, জলাবদ্ধতা, ভাতা প্রাপ্তি ও বেকারত্বসহ নানান জনজীবনের প্রশ্ন তুলে ধরেন। প্রতিটি প্রশ্নের উত্তর দেন দিপু ভূঁইয়া এবং সমাধানের আশ্বাসও দেন তিনি।
তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী সরকারের সন্ত্রাসী চক্র রূপগঞ্জকে জিম্মি করে রেখেছে। টাকা ছাড়া মানুষ গ্যাস পায়নি, আমার রূপগঞ্জের মা-বোনেরা চরম ভোগান্তি সহ্য করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই রূপগঞ্জে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে এবং অবৈধ সংযোগকে বৈধতা দেওয়া হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রকল্প হাতে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
এক প্রশ্নের জবাবে দিপু ভূঁইয়া আরও বলেন, দখলকৃত সব সরকারি জমি উদ্ধার করা হবে। আওয়ামী দোসরদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভুলতায় একটি আধুনিক সরকারি হাসপাতাল স্থাপন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ গড়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শম্পা আক্তার। এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন দেওয়ান, উপজেলা যুবদল নেতা কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাসুম বিল্লাহসহ অনেকে।