সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার দৈলেরবাগ এলাকায় বোনের সাথে সাতার শিখতে গিয়ে ইসরাত জাহান রুবাইয়া নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। গতকাল শনিবার তিনটার দিকে বাড়ির পাশ^বর্তী বিলে এ ঘটনা ঘটে। সে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করেছেন।
জানা যায়, সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে ও স্কুল ছাত্রী ইসরাত জাহান রুবাইয়া তার বড় বোন ইভা আক্তারের সঙ্গে বাড়ির পাশ^বর্তী বিলের পানিতে সাঁতার শিখতে যায়। সাঁতার শেখার এক পর্যায়ে ওই ছাত্রী পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোজাখুজির পর পৌনে চারটার দিকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুল ছাত্রী ইসরাত জাহান রুবাইয়া বোন ইভা আক্তার বলেন, তার বোন সেনাবাহিনীতে যোগদান করার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরনের জন্য সব দিকে অভিজ্ঞ হতে হয়। তাই সে সাঁতার শেখার জন্য চেষ্টা করছিল। তাকে সাঁতার শিখতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন,পানিতে ডুবে শিক্ষার্থী নিহতের ঘটনা শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। এ বিষয়ে কারো কোন অভিযোগ নেই।