যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে গড়তে: মাওলানা ফেরদাউসুর রহমান

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

রবিবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর নামাজের পর নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে একদল তরুণ প্রজন্মের যুবক মাওলানা ফেরদাউসুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেন। এ সময় জমিয়তের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন জুলাই-আগস্টের আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতনে যুব সমাজের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিহাস সাক্ষী, তরুণরাই পারে আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে। তাই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যুবকদের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সংগঠনকে এগিয়ে নিচ্ছে। যুবকরাই সমাজের আদর্শ, তাই আমরা তাদের সর্বদা সঠিক দিকনির্দেশনা দিতে প্রতিজ্ঞাবদ্ধ, যেন তারা কখনো অসামাজিক বা ক্ষতিকর কাজে জড়িয়ে না পড়ে।

তিনি আরও বলেন, যুবকদের ভূমিকা ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে অপরিসীম। কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে আজ দেশের যুব সমাজ নানা ষড়যন্ত্র ও বিপর্যয়ের মুখোমুখি। এ সংকট মোকাবেলায় আমাদের যুব সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। যদি যুবকরা সচেতন হয়, তাহলে দেশি-বিদেশি সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।

ফেরদাউসুর রহমান সকল যুবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি এলাকায়, প্রতিটি ওয়ার্ডের তরুণরা যেন মাদক, সন্ত্রাস, টেন্ডারবাজি বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত না হয় এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আমরা চাই, যুবকরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বাসযোগ্য রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখুক। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সবসময় যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দিয়ে সুন্দর সমাজ গঠনে কাজ করে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সদস্য সচিব মাওলানা তাইজুল ইসলাম আব্বাসী, কাশিপুর ইউনিয়ন ও স্থানীয় ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *