পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী বদরুন নাহার বাবলি।

শনিবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে করে তাঁরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। ওমরাহ পালন শেষে আগামী ১৭ মার্চ দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ।

যাত্রার আগে তিনি বলেন, “পবিত্র ওমরাহ পালনের জন্য আমি মক্কায় যাচ্ছি। দেশবাসী, বিশেষ করে নারায়ণগঞ্জের সকল জনগণ ও বিএনপির নেতাকর্মীদের কাছে দোয়া চাই। যেন সুস্থভাবে ওমরাহ পালন শেষে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।”

তিনি আরও জানান, ওমরাহ পালনের সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং বিএনপির সকল নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীর জন্য দোয়া করবেন। একই সঙ্গে তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়বিচারের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্যও দোয়া করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারাও আমার জন্য দোয়া করবেন, যাতে সুস্থভাবে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *