ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
আসন্ন দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে পূজা উদযাপন কমিটির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটানোর জন্য প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, “ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়া উচিত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের পূজা উৎসব অত্যন্ত সুন্দর, শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে উদযাপিত হবে।”
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও আশ্বাস দেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে আমরা সবাই একসাথে মিলিত হয়ে সুন্দর বাংলাদেশ উপহার দেব। এই পূজা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপন হবে।”
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী আমীর ও ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
অন্যদিকে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি বিশিষ্ট সাংবাদিক শংকর কুমার দে, জেলা সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগরী সাধারণ সম্পাদক সুশীল দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উভয় পক্ষ একমত হন যে, সম্প্রীতি ও সহযোগিতার মধ্য দিয়ে এবারের দুর্গা পূজা উৎসব সফলভাবে উদযাপিত হবে এবং নারায়ণগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে সচেতন থাকতে হবে।