আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুত রাখার দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আড়াইহাজার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মজিবুর রহমান ফার্মেসী, প্রাইম মেডিসিন এবং মেডিসিন প্লাস নামের তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। তিনি জানান, “ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩” অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন রয়েছে