বন্দর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দরে উপজেলার ইস্পাহানি বাজার চাঁন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধামঘড় ইউনিয়নের ইস্পাহানি বাজার চাঁন মার্কেট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে ও তিতাসের বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খাঁনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় এলাকার গ্যাসের পাইপ লাইন তুলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এসব অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জ্বালানি ও খনিজ বিভাগের কর্তৃপক্ষ। এসময় আরো উপস্থিত ছিলেন, পেট্টোবাংলার ডিজিএম ফয়জুন নাহার বেগম, সহকারি প্রকৌশলী রনি, মোরসালিন ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ, বন্দর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।