ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ-০৪ (ফতুল্লা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (ট্রাক মার্কা) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ডা. আসিফ মাহমুদ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম, নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক রাকিব মাহমুদ কালাম, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, যুবঅধিকার পরিষদ মহানগরের সভাপতি শেখ সাব্বির রাজ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, যুবঅধিকার পরিষদ জেলার নেতা আরমান গাজী, ছাত্রঅধিকার পরিষদ মহানগরের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রাজু এবং শ্রমিকঅধিকার পরিষদ জেলার সভাপতি মো. ফারুক হাসানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রাজধানীর পল্টনে আল-রাজি কমপ্লেক্সে দলীয় অস্থায়ী কার্যালয়ে নির্বাচনী সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত কমিটির সদস্য জনাব আবু হানিফের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ডা. আসিফ মাহমুদ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত নেতৃবৃন্দ ডা. আসিফ মাহমুদের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং তাকে আসন্ন নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, সৎ, নিষ্ঠাবান ও গুণী ব্যক্তিত্ব হিসেবে ডা. আসিফ মাহমুদ নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে দুর্নীতি, মাদক, চাঁদাবাজ ও ছিনতাইমুক্ত আধুনিক নগরীতে রূপান্তর করবেন।
ডা. আসিফ মাহমুদ বলেন, “নারায়ণগঞ্জ-০৪ আসনের জনগণের ভালোবাসা ও দোয়ায় আমি সামনের পথে এগিয়ে যেতে চাই। তরুণ প্রজন্মের শক্তি এবং গণঅধিকার পরিষদের হাত ধরে নারায়ণগঞ্জকে সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।”
তিনি নারায়ণগঞ্জ-০৪ আসনের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন এবং গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।