নগরীর বিভিন্ন পূজা মন্ডবে বিজিবির পরিদর্শন

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জিয়াউর রহমান পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।

এসময় তিনি শহরের মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ ঘুরে দেখেন। মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলে পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে বর্ডার গার্ড বাংলাদেশ নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *