সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে এ কর্মসূচি সম্পন্ন হয়।
আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে প্রদত্ত এই উপহার সামগ্রী সিদ্ধিরগঞ্জের মোট আটটি পূজা মণ্ডপে পৌঁছে দেওয়া হয়। এসময় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপহার সামগ্রী গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।
মাসুকুল ইসলাম রাজীব বলেন, “আমরা চাই প্রতিটি ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক। সামাজিক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মনে করছেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের সহযোগিতা সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও দৃঢ় করবে।
একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ হোসিয়ারি সমিতিতে সিদ্ধিরগঞ্জের আটটি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা খায়রুল ইসলাম কিরণ, আরশাফসহ সোনারগাঁওয়ের নেতৃবৃন্দ।
পরবর্তীতে আটটি মণ্ডপ পরিদর্শন করে উপহার সামগ্রী পৌঁছে দেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল মোল্লা, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও থানা বিএনপি যুববিষয়ক সম্পাদক আশিকুর রহমান অনি, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য আরমান, যুবদল নেতা নাজিম পারভেজ অন্তু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন সিকদার, সাধারণ সম্পাদক পাপ্পুসহ সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মণ্ডপ পরিদর্শনে কুশল বিনিময় করে আজহারুল ইসলাম মান্নানের সালাম পৌঁছে দেন। এসময় তারা মান্নান সাহেবের জন্য দোয়া চান এবং বলেন, “আজহারুল ইসলাম মান্নান আপনাদের সন্তান। তিনি আপনাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। সিদ্ধিরগঞ্জ সোনারগাঁওয়ের সাথে যুক্ত হওয়ায় আপনাদের গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আপনাদের সম্মানে তিনি আমাদেরকে এই উপহার পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন।