আমি নির্বাচন নিয়ে আশাবাদী তবে দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত : জাকির খান

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম নেতা জাকির খান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি আশাবাদী হলেও দলের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত। তিনি বলেন, দল যে সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেব। দলের সিদ্ধান্তের বাইরে আমি কোনোদিন যাইনি। নানা হয়রানি ও নির্যাতনের মাঝেও জিয়ার আদর্শের রাজনীতিকে আঁকড়ে ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি।”

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের দেওভোগ নাগবাড়ী বিশাল কনভেনশন সেন্টারে তার ৫২তম জন্মদিন উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে দুই শতাধিক মানুষ রক্তদান করেন।

জন্মদিনের আয়োজন ঘিরে আবেগ প্রকাশ করে জাকির খান বলেন, এই প্রথম নেতাকর্মী ও আপনজনদের নিয়ে একসাথে জন্মদিন পালন করছি। সবাইকে কাছে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এই অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা আমার জানা নেই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট রেজাউল করীম খান রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি নাজির আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সদস্য মো. নাজমুল হক, প্রোগ্রাম ও মোটিভেশন অফিসার মো. শাহ রাজিউর রহমানসহ আরও অনেকে।

এ সময় জাকির খানের স্ত্রী আইরিন পারভীন খান, কন্যা ইহন খান ও ছেলে কারগিল খানসহ পরিবারের সদস্যরা রক্তদানে অংশ নেন। পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *