নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা: নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ অতিরিক্ত ডিআইজির

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোস্তাফিজুর রহমান। রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) রাতে তিনি জেলার একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপে পুলিশ সদস্য, আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতিকে প্রশংসা করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূজা মণ্ডপগুলোর নেতৃবৃন্দ অতিরিক্ত ডিআইজিকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসনের এই সহযোগিতা ও তৎপরতায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *