ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেনদল ভাঙার অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিএনপি আমাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে দাঁড় করানো সংগঠন, একে কেউ ব্যক্তিগত সম্পত্তি বানাতে পারবে না।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে বন্দর ঢাকাশরী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি ঢাকা শরী মন্দির প্রাঙ্গণে এই বক্তব্য দেন। এ সময় তিনি সদ্য বিএনপিতে যোগ দেওয়া শিল্পপতি মডেল মাসুদকে সরাসরি উদ্দেশ্য করে সতর্কবার্তা দেন।
এড. টিপু বলেন, রাজনৈতিক বক্তব্য এখানে সমীচীন নয়, তারপরও বলতে চাই— যারা নতুন করে বিএনপিতে এসেছেন, বিশেষ করে কয়েকজন শিল্পপতি, তারা যেন দলের গঠনতন্ত্র ও চেইন অব কমান্ড মেনে চলেন। মাত্র কয়েকদিন আগে যোগদান করেই আপনি দলের ব্যানার ব্যবহার করে পাল্টা কর্মকাণ্ড চালাচ্ছেন। আপনার চারপাশে রয়েছেন ওসমান পরিবারের দোসররা, যারা একসময় দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং আন্দোলন-সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল না।
তিনি অভিযোগ করেন, আজ আপনি পূজা মণ্ডপে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং বিভক্তি করবেন না বলছেন। অথচ বিভক্তি তো আপনিই করছেন। আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? তারেক রহমান কি দিয়েছেন? দলের নেতৃত্বকে পাশ কাটিয়ে এককভাবে কাজ করার কোনো এখতিয়ার কারও নেই।”
কঠোর হুঁশিয়ারি দিয়ে টিপু আরও বলেন, “আমরা তিল তিল করে আন্দোলন করে বিএনপিকে গড়ে তুলেছি। আপনার শিল্পপ্রতিষ্ঠানের মালিকানা যেমন আপনার, তেমনি বিএনপি আমাদের জীবন, ঘাম ও রক্তের বিনিময়ে নির্মিত একটি সংগঠন।তাই একে ব্যক্তিগত সম্পত্তি বানানোর সাহস দেখালে তা সহ্য করা হবে না। যদি কেউ বিভক্তির চেষ্টা করেন, তাহলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রস্তাব রাখব।”
শেষে তিনি স্পষ্ট করে বলেন, “ওসমান পরিবারের দোসরদের পৃষ্ঠপোষকতা করে বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। রাজপথের আন্দোলন-সংগ্রামে লড়াকু নেতাকর্মীরাই বিএনপিকে আগামীর পথে এগিয়ে নেবেন।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওত হোসেন খান, মহানগর বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা।