নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আবুল বাসার বাদশার ভিন্নধর্মী উদ্যোগ

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আবুল বাসার বাদশা শরদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। বুধবার বিকেলে তিনি ৮নং ওয়ার্ডের বিভিন্ন হিন্দুধর্মালম্বীর বাড়িতে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এই সময় তিনি ভক্তদের হাতে মিষ্টি ও উপহার সামগ্রী বিতরণ করেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান, যা স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের সঞ্চার করে।

শুভেচ্ছা বিনিময় শেষে আবুল বাসার বাদশা বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার—এই চেতনা নিয়েই আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। পূজার এই আনন্দঘন মুহূর্তে আমি সবসময় আমার হিন্দু ভাই-বোনদের পাশে আছি এবং থাকব।”

এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদীসহ আরও নেতাকর্মীরা।

স্থানীয়রা জানিয়েছেন, এই ব্যতিক্রমধর্মী শুভেচ্ছা বিনিময় তাদের আনন্দকে বহুগুণে বৃদ্ধি করেছে এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *