ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন যুবদল নেতা রনি

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে বক্তাবলী সড়কের মুসলিমনগর দক্ষিণপাড়া জমজম জামে মসজিদের সামনের অংশের বেহাল অবস্থা দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রায় দুই বছর আগে সড়কের আরসিসি ঢালাই ভেঙে যাওয়ার পর বড় বড় গর্ত তৈরি হয়। বর্ষাকালে ড্রেনের ময়লা পানি জমে সড়কটি জলাবদ্ধ হয়ে যেত। ফলে প্রতিদিন ছোট-বড় যানবাহন উল্টে দুর্ঘটনার ঘটনা ঘটত, ভোগান্তিতে পড়তেন হাজারো পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

অবশেষে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটেছে ব্যক্তিগত উদ্যোগে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি নিজ অর্থায়নে সড়কের ভাঙাচোরা অংশ সংস্কার করে যান চলাচলের উপযোগী করে তোলেন। এতে করে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১২টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংস্কারকৃত অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন, সদস্য সচিব খায়রুল ইসলাম জসীম, কামাল মাদবর, নূর মোহাম্মদ মাদবর, দীন ইসলাম, মুসলিমনগর জমজম জামে মসজিদ কমিটির সভাপতি ইস্রাফিল, কোষাধ্যক্ষ উজ্জ্বল হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার ফতুল্লা প্রতিনিধি ও দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপি নেতা মাহবুবুর রহমান মুকুল, যুবদল নেতা খায়রুল ইসলাম প্রমুখ।

এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মশিউর রহমান রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা বলেন, “দীর্ঘদিন ধরে এই রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা ও ভোগান্তি ছিল নিত্যদিনের সঙ্গী। জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ না নিলেও রনি ভাই নিজে এগিয়ে এসে সমস্যার সমাধান করে আমাদের কৃতজ্ঞতার জায়গায় নিয়ে গেছেন।”

সংস্কারের পর এখন ওই অংশে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে এবং আশপাশের মানুষের চলাফেরায়ও এসেছে স্বস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *