ডেঙ্গু প্রতিরোধে কাশিপুর নাগরিক ঐক্য কমিটির সপ্তাহব্যাপী কর্মসূচি

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট 

সারা দেশের মতোই নারায়ণগঞ্জেও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফতুল্লার কাশিপুর নাগরিক ঐক্য কমিটি সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালীর উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া এই কর্মসূচি আজ (৩ অক্টোবর, শুক্রবার) সফলভাবে সমাপ্ত হয়েছে।

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কাশিপুর এলাকায় ব্যাপক লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। আজ কর্মসূচির শেষ দিনে ঢালী বাড়ি, দক্ষিণ গোয়ালাবন্দ, পশ্চিমপাড়া, গোয়ালাবন্দ উচ্চ বিদ্যালয়, জামান ডাক্তারের গলি এবং কাশিপুর মধ্যপাড়াসহ বিভিন্ন এলাকায় নালা ও আবর্জনার স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও কোথাও পানি জমে না থাকার বিষয়ে সচেতন করা হয়।

কর্মসূচির সমাপনী ঘোষণা করেন সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি। তিনি তার বক্তব্যে ডেঙ্গুর লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পাশাপাশি, তিনি প্রশাসনের প্রতি ডেঙ্গুর বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালী বলেন,

“আমাদের কর্মসূচি শেষ হলেও কাজ এখানেই থেমে থাকবে না। খুব শিগগিরই প্রতিটি এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসীকেও নিজেদের বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।”

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ও কাশিপুর ১ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির আহ্বায়ক আমান খান, কাশিপুর নাগরিক ঐক্য কমিটির সদস্য মোঃ রাজিব, কাশিপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ রবিন, মোঃ রুবেল সরদার, ফতুল্লা থানা যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল, কমিটির সদস্য জব্বার আলী ও রফিক ঢালীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

কাশিপুর নাগরিক ঐক্য কমিটির এই জনমুখী উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসীর মতে, এমন সচেতনতা ও পরিচ্ছন্নতামূলক কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে বাস্তবসম্মত ভূমিকা রাখছে এবং জনগণকে প্রতিরোধ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *