ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা ও বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্যের শুরুতেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এড. আবু আল ইউসুফ খান টিপু নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রাখেন আপনারা কি দল চান, না টাকা চান? এ প্রশ্নের জবাবে নেতাকর্মীরা এক কণ্ঠে বলেন, আমরা দল চাই।
তিনি পুনরায় প্রশ্ন করেন, আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান?এ সময় উপস্থিত সবাই একযোগে বলেন, আমরা ত্যাগীদেরকেই চাই।
তিনি আরও বলেন, যারা শুধু টাকা কামানোর জন্য দলে এসেছেন, তাদের অনুরোধ করবো আপনারা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসুন। বিএনপির কোনো দায়িত্ব আপনাদের দরকার নেই। ব্যবসা করতে চাইলে বালু, টেন্ডার, জমি সব রকম ব্যবসা করতে পারবেন।
সামনে যে নির্বাচন আসছে, সেখানে আপনারা কাদের প্রার্থী হিসেবে চান? সুবিধাবাদীদের, না দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের? উত্তরে নেতাকর্মীরা আবারও একসঙ্গে বলেন, আমরা ত্যাগীদেরকেই চাই।
তিনি ইউনিয়ন কমিটিকে উদ্দেশ্য করে বলেন, কলাগাছিয়া বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন। সভাপতি ও সম্পাদক সাহেব, আপনারা কিভাবে এই অবস্থানে এসেছেন তা যেন ভুলে না যান। আগামী সাত দিনের মধ্যে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন করতে না পারলে বর্তমান কলাগাছিয়া ইউনিয়ন কমিটি পুনর্বিবেচনা করা হবে।
সভায় সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহদুল্লাহ মুকুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
শনিবার (৪ অক্টোবর) বাদ আসর হাজী ইব্রাহীম আলমচান স্কুলের হলরুমে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মুজিবুর রহমান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।