দীর্ঘদিন একটি মহলের স্বার্থ হাসিলের জন্য কোন উন্নয়ন হয়নি : রিয়াদ চৌধুরী

পরিস্কার পরিচ্ছন্নতা, আধুনিকীকরণ, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে
ফতুল্লা বাজার পরিচালনা কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হাজী রহমতুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন,দীর্ঘদিন একটি মহল নিজেদের স্বার্থ হাসিলে ফতুল্লা বাজার কে পুঁজি করে নিজেদের ভাগ্য উন্নয়ন করলেও বাজারের ব্যবসায়ীদের এবং বাজারের অবকাঠামোর কোন উন্নয়ন হয়নি। কমিটিতে থাকা শির্ষস্থানীয় কর্তারা বিচারের নামে ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করেছে। ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে রোদে পুরে, বৃস্টিতে ভিজে দোকানদারি করেছে। অথচ সরকার লাখ লাখ টাকা ব্যয় করে ব্যবসায়ীদের বসার জন্য স্থান(শেড) করে দিয়েছিলো তবে তা পরিকল্পনাহীন ছিলো। দোকানীরা যাতে ঠিক মতো বসে ব্যবসা করতে পারে পরিকল্পনামতো বসার স্থান নির্মানের জন্য সরকারি কতৃপক্ষের সাথে আলোচনা করে তা করা হবে ব্যবসায়ীদের আশ্বাস দেন। তাছাড়া জেলা প্রশাসক কতৃক ময়লা ফেলার জন্য যে ডাম্ফ বা স্থান করা হয়েছে বাজারের ময়লাগুলো সেখানেই ফেলানোর জন্য অনুরোধ করে বলেন বাজার পরিস্কার পরিচ্ছন্নতা রাখার দ্ধায়িত্ব প্রতিটি দোকানদার ও ব্যবসায়ীদের নিতে হবে। একই সাথে অতিতের মতো যাতে দোকানগুলোতে যাতে চুরি না হয় সে জন্য আলোচনা করে নিরাপত্তা জোরধারের পাশাপাশি পুরো বাজার এলাকা কে সিসিটিভির আওতায় আনা হবে।

সভায় বাজার অবকাঠামো সংস্কার, পরিচ্ছন্নতা, কমিটি গঠন,বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা, নির্বাচন সহ সামগ্রিক ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনা সভায় বাজারের বিভিন্ন দোকানিরা তাদের অভিযোগ তুলে ধরে বলেন,শেডগুলো এমন ভাবে তৈরি করেছে যেখানে বসার কোন উপক্রম নেই। নতুন শেড তৈরি করার ফলে ব্যবসায়ীদের জায়গা ছোট হয়ে গেছে। ফলে চার বছরের ও বেশী সময় ধরে ব্যবসায়ীরা রোদে পুরে ও বৃস্টিতে ভিজে শেডের বাইরে দোকানি করে আসছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরু,ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, জুয়েল চৌধুরী, দোকান জায়গার মালিক শরিফ চোধুরী,ব্যবসায়ী দিপু চৌধুরী, ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, মোঃ জাকির চৌধুরী, মোঃ জহিরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, হাজী মোঃ বাদল, মোঃশফিউল্লাহ ভান্ডারী, মোঃ বিল্লাল হোসেন, সঞ্চলনায় আনোয়ার হোসেন সজিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *