ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের দেওভোগ লক্ষ্মী নারায়ণ আখরা ও ডি এন রোড গোয়ালপাড়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে মশক নিধন ও হটস্পট পরিদর্শন অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রমে ভ্রাম্যমাণ আদালত, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযান চলাকালে ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় বাড়িঘর, খোলা স্থান ও বিভিন্ন স্থাপনায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী দায়ী ব্যক্তিদের সতর্ক করা হয় এবং জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা এলাকাবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। বিশেষ করে প্রতি ৩ দিনে একবার করে জমে থাকা পানি ফেলে দেওয়া ও ফুলের টব, ছাদ, খোলা ড্রামসহ লার্ভা জন্মানোর সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) মো. নাজমূল হুদা। এছাড়া আরও উপস্থিত ছিলেনইদ্রিস আলী, মশক নিধন সুপারভাইজার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, শ্যামলী সাহা, স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য বিভাগ, সাখাওয়াত হোসেন সুমন, স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য বিভাগ,পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ওয়ার্ড সচিব মো. ইমরান হোসেন জিসান।
কর্মকর্তারা বলেন, শুধুমাত্র সিটি কর্পোরেশনের অভিযান দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় জনগণকেও নিজ নিজ দায়িত্ব নিতে হবে। নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ কার্যকর হবে না।