বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরে ১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শিশু সন্তানের জানাজায় অংশ নিয়েছেন যুবলীগ নেতা বাপ্পি হাসান। গত সোমবার (৬ অক্টোবর ) দুপুরে তিনি কারাগার থেকে প্যারোলে মুক্তি পান। পরে বাদ মাগরিব নবীগঞ্জ বাগে জান্নাত জামে মসজিদে জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
বাপ্পি হাসান উপজেলার বন্দর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড নবীগঞ্জ উত্তর পাড়া এলাকার মাজু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৈষম্য বিরোধী মামলায় কারাগারে থাকা বন্দরের যুবলীগ নেতা বাপ্পি হাসানের পুত্র ইরফান হাসান গত সোমবার দুপুরে হার্টের ছিদ্র জনিত কারনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
শেষবারের মতো পুত্র সন্তানের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোমবার সন্ধ্যায় ১ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন।
প্যারোলে মুক্তি পেয়ে বাপ্পি হাসান পুলিশি প্রহরায় নবীগঞ্জ নিজের বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে বাদ মাগরিব নবীগঞ্জ কেন্দ্রীয় বাগে জান্নাত জামে মসজিদে সন্তানের জানাজায় অংশ নেন। এবং পুত্রের লাশ ওই কবরস্থানে সমাহিত করেন।
শেষে তাকে পুলিশি প্রহরায় কারাগারে পাঠানো হয়। গত সেপ্টেম্বর মাসে যুবলীগ নেতা বাপ্পি হাসানকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সম্পৃক্ত থাকার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।