বন্দরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে ভ্যাক্সিন প্রদান কর্মসূচি

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে পোষা প্রাণীর (কুকুর ও বিড়াল) জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন প্রদান করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. তাহমিদ হাসান ইমতিয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদসহ স্থানীয় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশ্রাফুল ইসলাম জানান, “আজ প্রথম পর্যায়ে ১০০টি পোষা প্রাণীকে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। পরবর্তীতে আরও ১০০টি প্রাণীকে ধাপে ধাপে এই ভ্যাক্সিন প্রদান করা হবে। আগামী ২০৩০ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে টিকাদান কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, “যেকোনো পোষা প্রাণীকে জলাতঙ্কের ঝুঁকি থেকে রক্ষা করতে হলে নিয়মিত টিকাদানের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সরকার ইতোমধ্যেই ফ্রি ভ্যাক্সিনেশনসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর ঘোষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে জলাতঙ্কমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও চলছে এই ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন। স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পোষা প্রাণীদের ভ্যাক্সিনেশনে ব্যাপক সাড়া দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *