সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

পি আর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা জানিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর।
বৃহস্পতিবার দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সিনামন রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ নেতা মাওলানা মঈন উদ্দিন বলেন,নতুন করে স্বৈরাচার ও ফ্যাসিস্ট তৈরীর পথ বন্ধের জন্যই প্রয়োজন পি আর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায়
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ জামাল
হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিন সহ মহানরগী ও থানার বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সউদ আল মাসুদ।

প্রধান অতিথি বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ আরও বলেন,বর্তমানে আমাদের প্রিয় মাতৃভূমি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্র-গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর এদেশের মানুষ আশা করেছিল রাজনৈতিকভাবে স্থিতিশীল এক বৈষম্যমুক্ত বাংলাদেশের। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল চাঁদাবাজ, দুর্নীতিবাজমুক্ত ইনসাফের ভিত্তিতে গড়ে উঠা এক সুখী-সমৃদ্ধ বাংলাদেশের। জাতি আশা করেছিল সকল হানাহানি ও ভেদাভেদ ভুলে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট সরকার কর্তৃক লুষ্ঠিত দেশকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলার কাজে ব্রতি হবে। কিন্তু জাতি হতাশ হয়ে দেখল দেশকে গড়ার পরিবর্তে আবার দ্বিধাবিভক্তির পথ বেছে নেয়া হলো। এ অবস্থা থেকে জাতিকে রক্ষা করতে হলে প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য এবং ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট তৈরীর পথ বন্দের জন্য প্রয়োজন পি আর পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *