বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর কামতাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি দোয়েল যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন। তবে কোন হতাহতের ঘটনা এখনো জানা যায়নি বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর ) সন্ধ্যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাস সোনারগা থেকে ঢাকা গুলিস্তান যাওয়ার পথে মদনপুরস্থ কামতাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনা কবলিত বাসের সামনের কিছু অংশ খাদের পানিতে ডুবে যায়। এতে আতঙ্কে তাড়াহুড়া করে বাস থেকে বের হতে গিয়ে ভাঙা কাচের আঘাতে কমপক্ষে ১০ যাত্রী আহত হন। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।