ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র কেন্দ্রীয় নারী বিষয়ক উপদেষ্টা মনোনীত হয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে, বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদিকা অপর্ণা রায় দাস।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির গণঅভ্যুত্থানঃ ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য এস. আলম রাজীব সদ্য মনোনীত সংগঠনের কেন্দ্রীয় নারী বিষয়ক উপদেষ্টা অপর্ণা রায় দাসের জন্মদিনে সংগঠনের সভাপতি (এস. আলম রাজীব) ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুর রহমান স্বাক্ষরিত ‘উপদেষ্টা স্বারক’ তাঁর হাতে তুলে দেন। এ সময় অপর্ণা রায় দাস ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র বিগত ফ্যাসিস্ট শাসনামলে আওয়ামী দুঃশাসনের প্রতিবাদে সাইবার আন্দোলন ও একই সাথে রাজপথে মূল দল বিএনপি’র কর্মসূচিতে অংশগ্রহণ, স্থানীয় ও জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সাইবারে ডিজিটাল প্রচারণা, জনকল্যাণমুখী ও জনসচেতনতামূলক সারাদেশ ও বিশ্বব্যপী বিভিন্ন কর্মসূচির ভুয়সী প্রশংসা করে সংগঠনের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করে শুভেচ্ছা বাণী স্বাক্ষর করেন এবং দলের বৃহৎ স্বার্থে সকল ধরনের গ্রুপিং এর ঊর্ধ্বে গিয়ে ঐক্যবদ্ধভাবে চলমান জাতীয় ইস্যু ‘তথ্য ও গুজব সন্ত্রাস’ এর বিরুদ্ধে অনলাইনে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস. আলম রাজীব বলেন, আওয়ামী প্রতিহিংসার রাজনীতির স্বীকার হয়ে দীর্ঘ টানা ১৪ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে যখন আমি জুলাই’২৪ এর গণঅভ্যুত্থানে দেশে ফিরে আসি, তখন থেকেই আমাদের সাইবার কর্মকান্ডের পাশাপাশি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি সহ জেলা এমনকি থানা পর্যায়ের কর্মসূচিতেও অপর্ণা রায় দাসকে আমাদের পাশে পেয়েছি। তিনি শুরু থেকেই আমাদের সংগঠন ও এর কার্যক্রমের প্রতি সর্বদা আগ্রহ প্রকাশ করেন এবং অভিভাবক হিসেবে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে পাশে রয়েছেন। তাঁর মা পরলোকগমনের দিন শ্মশানের অন্তিম কার্যক্রম সম্পন্ন করেই সাথে সাথে আমাদের সংগঠনের ফতুল্লা থানা কর্তৃক আয়োজিত পূর্ব ঘোষিত একটি কর্মসূচিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একজন নেত্রী হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করে ইতিহাস রচনা করেছেন এবং সকলের হৃদয়ে স্থান করে নেন একজন যোগ্য অভিভাবক হিসেবে অপর্ণা রায় দাস। এছাড়াও তাঁর ভারতীয় তাবেদারীর বিরুদ্ধে সোচ্চার। আমরা তাঁকে সাংগঠনিকভাবে আজ থেকে আমাদের অভিভাবক হিসেবে পেয়ে সত্যিই গর্বিত ও আনন্দিত।
উল্লেখ্য যে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট -কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অপর্ণা রায় দাসকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের প্রতিটি কর্মসূচিতেই অংশ নিতে দেখা যায় এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘নিরাপদ সড়ক – নিরাপদ বাংলাদেশ’ সংগঠনের একটি মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি গণমাধ্যমের সামনে বলেন, এস. আলম রাজীব ও এস. আলম ইসরাৎ আমার দুই ভাই আজ আমার দুই পাশে, আজ থেকে আমি ওদের বড় বোন। এই সংগঠনের ব্যানারে ওদের জনকল্যাণমুখী ও সৃষ্টিশীল গুছানো কর্মসূচিগুলো সত্যিই প্রশংসার দাবিদার। আমি সংগঠন ও ওদের ডাকে কখনো সাড়া না দিয়ে পারি না, আমি সব সময় আছি এবং থাকবো পাশে