ডেঙ্গু প্রতিরোধে ছাত্র ফেডারেশনের উদ্যোগ

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি। আজ সোমবার জেলাজুড়ে চলমান ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে সংগঠনটির নেতাকর্মীরা।

জেলা কমিটির সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়, ৭২ নং ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা করে এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে তাদের অবহিত করে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার দল গঠন করা হয়। এই দলগুলো তাদের নিজ নিজ স্কুল, এলাকা ও ঘরবাড়িতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়াবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, দপ্তর সম্পাদক শেখ সাদী, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী এবং কার্যকরী সদস্য সিয়াম সরকার।

সভাপতি সাইদুর রহমান বলেন, “ডেঙ্গু এখন এক ভয়াবহ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এই সংকট থেকে মুক্তি পেতে সম্মিলিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই। আমরা চাই, প্রতিটি স্কুল থেকে গড়ে উঠুক শিক্ষার্থী-স্বেচ্ছাসেবীদের শক্তিশালী একটি দল, যারা নিজেরা সচেতন হবে এবং অন্যদের সচেতন করবে। স্কুল, বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা—এই ক্ষুদ্র কাজটিই হতে পারে জীবন রক্ষার বড় পদক্ষেপ।”

তিনি আরও জানান, “যেসব শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে কাজ করবে, তাদের জন্য জেলা কমিটির পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়।”

ক্যাম্পেইন শেষে প্রতিনিধি দল উল্লিখিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে। এ সময় সাইদুর রহমান বিদ্যালয়গুলোর পরিবেশগত অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় ও ৭২ নং ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে ময়লার স্তুপ ও জমে থাকা বৃষ্টির পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করছে। এটি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা এই সমস্যা সমাধানে সর্বাত্মক ভূমিকা রাখব।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করে, শিক্ষার্থী ও তরুণ সমাজের নেতৃত্বেই ডেঙ্গু প্রতিরোধ আন্দোলন সফল হতে পারে। সংগঠনটি জানিয়েছে, আগামী দিনগুলোতেও জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *