ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
ডেঙ্গু নিয়ন্ত্রণ ও সচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আজ বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভোলাইল আঞ্চলিক শাখার তত্ত্বাবধানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক শাখার যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান, সদস্য আকিব হাসান জয়, সদস্য আবু তালহা সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
কর্মসূচি চলাকালীন বক্তব্যে মাহাদী হাসান বলেন, ডেঙ্গু এখন মহামারী আকার ধারণ করেছে। বিশেষ করে কাশিপুর ইউনিয়নে এর প্রভাব দিন দিন প্রকট আকার ধারণ করছে। শুধু ফগার মেশিন ব্যবহার করলেই হবে না— আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানিতে নিয়মিতভাবে কীটনাশক প্রয়োগ এবং ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাল ও ড্রেনগুলো পরিষ্কার করাই হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে, তাহলেই এই মহামারী নিয়ন্ত্রণ সম্ভব।”
বাংলাদেশ ছাত্র ফেডারেশন জানায়, কাশিপুরে পরিচালিত এই কর্মসূচি জেলার বিভিন্ন অঞ্চলে চলমান ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক ধারাবাহিক উদ্যোগেরই অংশ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর বিস্তার রোধে তারা আগামী দিনগুলোতেও শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লাভিত্তিক জনসচেতনতা কার্যক্রম এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাবে।