সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্দেশে ৩১ দফার পক্ষে কৃষক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের উদ্যোগে ও নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সালের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের বার্মাস্টান্ড, সুমিলপাড়া ও আদমজী নতুন বাজারসহ বেশ কয়েকটি এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল বের করা হয়। একই সঙ্গে স্থানীয় জনগণের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হয়। মিছিলের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আজহারুল ইসলাম মান্নানের সুযোগ্য সন্তান খায়রুল ইসলাম সজীব, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলু মেম্বার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, সোনারগাঁও উপজেলা বিএনপির নেতা মাসুম রানা, নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ কৃষক দলের ১০টি ওয়ার্ডের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ আজ গণতন্ত্র, ভোটাধিকার ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নই এই দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার পথ তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *