ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বশির (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফতুল্লার পাগলা মুন্সিখোলাস্থ এলাকার একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি, বশিরকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। বশির ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
নিহতের স্বজনরা জানান, সকাল ১০টার দিকে বশির বাসা থেকে বের হন। পরে তার পরিবার লোকমুখে জানতে পারেন বশিরের মরদেহ দোকানের ভেতর পড়ে আছে। তখন ঘটনাস্থলে এসে বশিরের মৃতদেহ দেখতে পান। তাদের দাবি, পরিকল্পিতভাবে বশিরকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো. হাসিনুজ্জামান জানান, সংবাদ পেয়ে তিনিসহ ফতুল্লা থানা পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে ঘটনাস্থলের পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ফুটেজে দেখতে পান, সকাল ১০টার দিকে নিহত বশির পরিত্যক্ত ওই দোকান থেকে একটি লোহার রড নিয়ে বের হন।
পরবর্তীতে আবার এক ঘণ্টা পর বশির দৌড়ে ওই পরিত্যক্ত দোকান ঘরে প্রবেশ করেন। পরে কি হয়েছে তা দেখা যায়নি। তিনি বলেন, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাইনি। তবে নিহতের নাক দিয়ে রক্ত বের হয়েছিল। আমরা মরদেহ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।