ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ফতুল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে এক মুদি দোকানে হামলা চালিয়ে দেড় লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় ‘মা-বাবা দোয়া’ নামে একটি মুদি দোকান পরিচালনা করেন স্থানীয় সুলতান মিয়ার ভাড়াটিয়া শফিকুল ইসলাম। চলতি মাসের ১৩ অক্টোবর বিকেল ৪টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবুর নেতৃত্বে একটি দল দোকানে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

শফিকুল ইসলাম চাঁদা দিতে অস্বীকার করলে নাজমুল হাসান বাবুসহ অভিযুক্তরা দোকানে হামলা চালায়, দোকান মালিককে মারধর করে এবং ক্যাশবাক্সে থাকা দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় দোকানের ৫০–৬০ হাজার টাকার পণ্যদ্রব্যও ভাঙচুর ও ক্ষতি সাধন করা হয়।

দোকান মালিক আত্মরক্ষার্থে ডাক চিৎকার করলে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু, নাছির ওরফে ডিম নাছির, মাজহারুল ইসলাম সুমন, সাগর, সৌরভ, আপেলসহ অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে অভিযোগটি সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ মাঠে কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, যে-ই হোক না কেন, চাঁদাবাজি বা হামলার অভিযোগের ক্ষেত্রে পুলিশ কোনো ছাড় দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *