মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে ডিসিকে স্মারকলিপি

ফতুল্লা প্রতিনিধি


নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের অত্যাচার ও তৎপরতা থেকে মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে স্থানীয়দের পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে এলাকাবাসীরা অভিযোগ করেন, ফতুল্লার মাসদাইর, দেওভোগ, রেলস্টেশন, লালপুর, বাবুরাইল, ইসদাইর, চানমারি ও কায়েমপুরসহ অন্তত চল্লিশটি স্থানে গড়ে উঠেছে মাদকের আখড়া। ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবাধে বিক্রি হচ্ছে। এর ফলে এলাকায় নষ্ট হচ্ছে তরুণ প্রজন্ম, বাড়ছে অপরাধপ্রবণতা ও সামাজিক অস্থিরতা।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, মাদক বিস্তারের সঙ্গে সঙ্গে বেড়ে গেছে চুরি, ছিনতাই, খুন, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা। কিছু প্রভাবশালী ব্যক্তি ও ভুঁইফোড় রাজনৈতিক সংগঠনের সদস্যরা এসব মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলেও দাবি করেন তারা।

এ সময় বক্তারা বলেন, “ফতুল্লার প্রতিটি ওয়ার্ডে এখন মাদক বিক্রেতারা প্রকাশ্যে বেচাকেনা করছে। এর পেছনে প্রশাসনের কিছু অসাধু সদস্যের ভূমিকা আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু বলেন, মাদকের ভয়াবহ পরিস্থিতি থেকে রেহাই পেতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ফতুল্লার প্রতিটি এলাকাকে যদি এখনই মাদকমুক্ত ঘোষণা না দেওয়া হয়, তবে আগামী প্রজন্মকে রক্ষা করা কঠিন হবে।”

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা উলামায়ে দলের সাধারণ সম্পাদক হাফেজ মো. মামুন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম আপেল, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লেলিন আহমেদ, সেচ্ছাসেবক দলের নেতা সাগর, আবু জাফর সাগর, উজ্জল, সৌরভ, জাকির, ছাত্রদল নেতা মো. ফয়সাল ইসলাম, সোহেল, মিদুলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *