ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের খানপুর মেনরোড এলাকায় এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩০) নামের একজন নাইট গার্ডকে বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত খানপুর ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার (ওসি ) মোহাম্মদ নাছির উদ্দিন জানান, নাইটগার্ড আবু হানিফের ছোট ভাই হযরত আলী বাদি হয়ে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় এখন পর্যন্ত জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তাররকৃতরা হলো নবাব সিরাজউদ্দৌলা রোডের সফিকুল ইসলাম মুন্নার ছেলে মুশফিকর রহমান জিতু( ২৯) ডন চেম্বার মোবারক ভিলার ভারাটিয়া ফরচানের ছেলে সাইদুল ইসলাম (২৬) ও মো: বাহার (৩২) ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই সেলিম জানান, তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। নাইটগাড হানিফকে বাসা থেকে তুলে এনে খানপুর জোড়াটাঙ্কির বাউন্ডারির ভেতরে নিয়ে মারধর ও অটোরিক্সায় তুলে কোথায় নিয়ে মারধর করা হয় তাদের চিহৃত করে সকল আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। তিনি বলেন, গ্রেফতারকৃতদের আগামীকাল (বুধবার) রিমান্ডের আবেদন করে কোর্টে প্রেরন করা হবে।
নিহত আবু হানিফ খানপুর মেইন রোডের ইতু ভিলার নাইটগার্ড। এই ভবনেরই ভাড়াটিয়া একজন গার্মেন্টস কর্মীর ১১ বছর বয়সী শিশু সন্তানকে সে ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। রোববার রাতে ঘটনাটি মেয়েটি তার মাকে জানালে তার মা সোমবার দুপুরে এলাকাবাসীকে জানায়। ধর্ষণের অভিযোগে সোমবার দুপুরে প্রথমে কয়েকজন তাকে ধরে খানপুর জোড়া ট্যাংকি এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে তারা আবু হানিফকে অটো রিক্সায় করে অন্য কোথাও নিয়ে যায় । সেখানে তাকে বেধড়ক মারধর করে অসুস্থ হয়ে পড়লে তাকে কয়েকজন মিলে খানপুর তিনশ শয্যা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা অবনতি থেকে ডাক্তার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেলে তাকে নিয়ে আসা য্বুকরা পালিয়ে যায়। রাতে তারা খবর পান যে খানপুর হাসপাতালে কে বা কারা আবু হানিফে লাশ ফেলে রেখে গেছে