ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (২১ অক্টোবর ) শহরের ২নং রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে দুই জন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে তাদের হেফাজত থেকে মোট ৪৫ পুড়িয়া হেরোইন ও ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আসামিরা নারায়ণগঞ্জ সদর থানাধীন ২নং রেলগেইটস্থ রেলওয়ে সুপার মার্কেটের মেসার্স দিপু ট্রেডার্সের সামনে কাঁচা রাস্তার উপর অবস্থান করছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ টুকু বেগম, অর্পনা ইসলাম ।
পুলিশ জানায়, মোঃ টুকু বেগমের হেফাজত থেকে ৪৫ পুড়িয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৩,৫০০ টাকা। এছাড়া অর্পনা ইসলামের হেফাজত থেকে ১০০ পুড়িয়া কথিত গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন ৩০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩,০০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং আরও মাদক কারবারিকে গ্রেফতারের জন্য কার্যক্রম চালাচ্ছে।
সদর মডেল থানার ওসি নাসির হোসেন জানান, আমরা মাদকবিরোধী অভিযান জোরদার করেছি। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ মাদক ব্যবসা বন্ধ করা আমাদের মূল লক্ষ্য। অভিযানের সময় ভিডিও ফুটেজ ও স্থানীয় সূত্রের ভিত্তিতে মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।