সোনারগাঁয়ে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও থানা যুবদলের উদ্যোগে আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর (বুধবার) বিকেলে সোনারগাঁয়ে আয়োজিত এই সভায় উপজেলা ও থানার বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা অংশ নেন। আসন্ন ২৭ অক্টোবর জেলা যুবদলের আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ এবং ২৮ অক্টোবর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পৃথক আনন্দ র‍্যালি আয়োজনের প্রস্তুতি নিয়েই এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্যের মধ্য দিয়েই আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করবো। ২৭ ও ২৮ অক্টোবরের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, আশরাফ প্রধান, আশরাফ মোল্লা, কামাল হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ, নওগাঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আপন, বৈদ্যেরবাজার ইউনিয়নের যুবদল নেতা হারুনুর রশিদ ও রবিউল, সোনারগাঁ থানা যুবদলের সদস্য আজাদ হোসেন, জোবায়ের শাহিন, হিমেল, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দেলু, সনমান্দি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জিয়াউল হক ও যুগ্ম আহ্বায়ক শামীম প্রমুখ।

আলোচনায় অংশ নেওয়া নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের রাজনৈতিক ইতিহাসে গৌরবের দিন। এ দিনটিকে সফলভাবে উদযাপন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হবে।”

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় ২৭ অক্টোবর সোনারগাঁ উপজেলা যুবদলের নেতাকর্মীরা ফতুল্লায় জেলা যুবদলের আনন্দ র‍্যালিতে অংশ নেবেন এবং ২৮ অক্টোবর কাঁচপুর থেকে শুরু হবে উপজেলা ও ইউনিয়ন যুবদলের পৃথক আনন্দ র‍্যালি।

সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উৎসবকে সাফল্যমণ্ডিত করার মধ্য দিয়েই সোনারগাঁ যুবদল আবারও প্রমাণ করবে যে, তারা গণতন্ত্র ও দলের আদর্শের প্রতি অবিচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *